নিজস্ব প্রতিবেদক : সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার রাত থেকে প্রবল বর্ষণে ডুবে গেছে রাজধানী ও বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা। প্রবল বর্ষণের কারণে মঙ্গলবার সকালে স্কুলগামী শিক্ষার্থী আর অফিসগামীদের পড়তে হয় মারাত্মক বিড়ম্বনায়। মারাত্মক জ্যামে স্থবির হয়ে যায় ঢাকা মহানগরী। রাজধানীর মালিবাগ, শান্তিনগর, কারওয়ান বাজার, মোহাম্মদপুর, গ্রিনরোড, পূর্বরাজাবাজার, মিরপুর, খিলগাঁওসহ তুলনামূলক নিম্নাঞ্চলের সড়কে জলাবদ্ধতায় … বিস্তারিত
ফয়সাল শোভন : প্রথম ছবির জাহাজ’টির নাম একটা বাচ্চা ছেলেও জানে। জাহাজ’টির নাম ‘Titanic’, the largest ship afloat at that time, was considered unsinkable কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, নিচের জাহাজ’টি আসলে Titanic নয়। এর নাম Olympic, Titanic জাহাজের identical twin gasp emoticon (নাম মুছে দিলে সে’সময় কেউ ধরতেও পারতো না, কোনটি Titanic, আর কোনটি … বিস্তারিত