সিনহা হত্যা মামলায় পরিস্কার তথ্যচিত্র মিলেছে: র্যাব
মুক্তমন ডেস্ক : সিনহা হত্যা মামলায় পরিস্কার তথ্যচিত্র পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা; সংবাদ সম্মেলনে জানালো র্যাব।
আজ বুধবার র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মো. আশিক বিল্লাহ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি আরো জানান, নীলীমা রিসোর্ট থেকে জব্দ করা ২৯ টি আলামত রামু থানা থেকে বৃহস্পতিবার গ্রহণ করা হবে।
ব্রিফিংয়ে জানানো হয়, আসামিদের জিজ্ঞাসাবাদসহ নানান ঘটনা বিশ্লেষণ করে মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদ খান হত্যার পুরো তথ্যচিত্র পাওয়া গেছে।
তদন্ত সংস্থা র্যাব বলছে নীলিমা রিসোর্ট থেকে জব্দ করা ল্যাপটপ ডিভাইসসহ ২৯ টি আলামতও বৃহস্পতিবার রামু থানা পুলিশ- তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করবে।
এদিকে রিমান্ড শেষে বৃহস্পতিবার চার পুলিশসহ ৭ জনকে হাজির করা হচ্ছে আদালতে।
শেয়ার করুন