শেষ দেখার ডাক পেলেন দুই পরিবার
নিজস্ব প্রতিবেদকঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সদস্যদের ডেকেছেন কারা কর্তৃপক্ষ। শনিবার রাত সোয়া আটটায় কারা কর্তৃপক্ষ শেষ সাক্ষাতের জন্য ফোনে তাদের পরিবারের সদস্যদের ডেকে পাঠান।
মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুব ও সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছন।
এদিকে, মুজাহিদের পরিবারের সদস্যরা দেখা করার জন্য ইতোমধ্যে রওয়ানা দিয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। এছাড়া টেলিফোন পেয়েই ধানমণ্ডির বাসা থেকে কারাগারের উদ্দেশে রওনা দিয়েছে সাকা চৌধুরীর পরিবার। দু’টি সাদা মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকারে করে তারা কারাগারের দিকে যাচ্ছেন।
শেয়ার করুন