শরণার্থী ইস্যুতে ঐক্যমত্য ছাড়াই শেষ হলো ইইউ বৈঠক
বিদেশ ডেস্ক : একলাখ বিশহাজার অভিবাসন প্রত্যাশিকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে কোন ঐক্যমত্য ছাড়াই শেষ হয়েছে ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপিয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রীদের জরুরি বৈঠক।
তবে গ্রিস ও ইতালিতে আশ্রয় নেওয়া ৪০ হাজার অভিবাসন প্রত্যাশিদের স্থানান্তরের বিষয়টিতে সম্মতি জানিয়েছে তারা।
তবে লুক্সেমবার্গ ও জার্মানির পক্ষ্য থেকে শরণার্থী বণ্টনের বিষয়ে নীতিগতভাবে একমত জানিয়েছে রাষ্ট্রগুলো। তবে এ বিষয়ে বিস্তারিত চুক্তির জন্য আগামী মাস পর্যন্ত সময় লাগবে বলেও অভিমত বেশির ভাগ ইইউ ভুক্ত রাষ্ট্রগুলোর।
মধ্য ইউরোপের যেসব রাষ্ট্র কোটা পদ্ধতিতে শরণার্থী আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের বিরোধী করছে। তাদের মতে কোটা পদ্ধতি চালু হলে আরো অনেক বেশি মানুষ জীবন বিপন্ন করে ইউরোপের দিকে ছুটে আসবে।
এ অবস্থায় ইইউ এর রাষ্ট্রগুলোর নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে ফের আলোচনায় বসা উচিৎ বলে জানিয়েছি ইউরোপিয় ইউনিয়ন।
এদিকে, হাঙ্গেরিতে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে পুলিশকে অনুমতি দিয়ে নতুন আইন পাশ করা হয়েছে।এ অবস্থায় দেশটিতে কোনো অবৈধ অভিবাসী প্রবেশ করলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে।
সূত্র : বিবিসি।