রাতেই ফাঁসি কার্যকর হচ্ছে : কারাগারে সংশ্লিষ্ট কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) ফাঁসির রায় কার্যকরে সংশ্লিষ্টরা কারাগারে প্রবেশ করেছেন।
আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন শনিবার রাত ১০টা ১৩ মিনিটে কারাগারে প্রবেশ করেন। এ ছাড়া জেলা প্রশাসক, সিভিল সার্জন ও দুই ম্যাজিস্ট্রেট রাত ১০টার দিকে কারাগারে প্রবেশ করেন।
এদিকে, সাদা রঙের চারটি বেসরকারি এ্যাম্বুলেন্স রাত ১০টা ১৮ মিনিটে কারা ফটকের সামনে রাখা হয়েছে।
এদিকে ফাঁসি রাতেই কার্যকর হবে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফাঁসি কার্যকরের সময় উপস্থিত থাকবেন- এডিশনাল আইজি প্রিজন, সিনিয়র জেল সুপার, জেলার, ডেপুটি জেলার, সিভিল সার্জন, জেলা প্রশাসক বা তার প্রতিনিধি, কারা চিকিৎসক, ডিএমপি কমিশনারের প্রতিনিধি, লালবাগ জোনের ডিসি ও র্যাবের প্রতিনিধি।
কারা সূত্র জানায়, মোট ১২ সদস্যের প্রতিনিধি দল ফাঁসি কার্যকরের সময় উপস্থিত থাকবেন।