বাঘের নিচে চাপা পড়ে মারা গেলেন ভ্যানচালক
ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারে সড়কদ্বীপের ওপর বসানো বাঘের ভাস্কর্যের নিচে চাপা পড়ে এক ভ্যানচালক মারা গেছেন। শুক্রবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বাঘের ভাস্কর্যের পাশে ভ্যানগাড়ির ওপর ঘুমিয়েছিলেন চালক। হঠাৎ ভাস্কর্যটি কাত হয়ে ভ্যানচালকের গায়ের ওপর পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ভ্যানচালকের পরিচয় জানা যায়নি। তার লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
শেয়ার করুন