বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারালো কিরগিজস্তান
ক্রীড়া ডেস্ক : এশিয়া অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ `বি`তে ফিরতি লেগের ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক কিরগিজস্তান।
মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় কিরগিজস্তানের রাজধানী বিশকেকের দোলনা অমুরজাকোভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
গোল দুটি করেন ভিতালিজ লাক্স এবং ইদার আমিরভ। ম্যাচের ২৭তম মিনিটে কিরগিজদের এগিয়ে নেন ভিতালিজ। বিরতির পর ম্যাচের ৮৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আমিরভ।
শেয়ার করুন