ফ্লোরিডায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
শেয়ার করুন
প্রকাশিত
নিহত শহীদুল আলম (৫৪) অরল্যান্ডোয় একটি ডিপার্টমেন্টাল স্টোর চালাতেন বলে তার ভাগ্নে বনানী থানার ওসি ভূইয়া মাহবুব হাসান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) দোকান থেকে ফিরে বাসায় ঢোকার সময় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা শহীদুল আলমকে গুলি করে।
“দোকান বন্ধ করে গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন মামা। গাড়ি রেখে বাসায় ঢোকার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
শহীদুলের বাড়ি গোপালগঞ্জের ব্যাংকপাড়ায়। তার দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর করার পর কিছুদিন সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিলেন শহীদুল। তরুণ বয়সে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে বনানীর ওসি জানান।
তিনি বলেন, “প্রায় ১২ বছর আগে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন মামা। আমার নানা আব্দুল কাইউম একজন পুলিশ কর্মকর্তা ছিলেন ।”
নয় ভাইবোনের মধ্যে শহীদুল ছিলেন চতুর্থ। তার চার ভাই বাংলাদেশের সেনা এবং একজন নৌবাহিনীতে চাকরি করতেন। বর্তমানে সবাই যুক্তরাষ্ট্রপ্রবাসী।
সর্বশেষ সংবাদ