নন্দ দুলাল রায়ের কবিতা : মোবাইল বন্ধু
কাছের বন্ধু,দূরের বন্ধু আর কত-
উপকারী বন্ধু সারা জীবনের ভর,
কেউবা মোবাইল বন্ধু আছে আর
আপণ সবায় আর কেউ হয় পর।
কেউবা দুদিনের তরে গড়ে বন্ধুত্ব
নিঃস্ব করে তুলে এ জীবন প্রদীপ,
হয় বন্ধু কেউ স্বার্থ ছাড়া বুঝেনা-
কেউ বন্ধু হয়ে জ্বালে শিখার দীপ।
আবার মোবাইল বন্ধু বলে কথা
মিছকল দেয় ব্যালেঞ্চ দাও টাকা,
মজার কতনা কথা আছে বলার-
কথা বলব আমি দেরী যে সয়না।
তুমি দিবেই তো জানি টাকা তারে
বুঝলেনা এটা যে তার বড় ছলনা,
মিছকল দিয়ে বলে টাকা দাওনা!
তোমার সঙ্গেই তো শুধু বলি কথা।
এ যে সব মিথ্যার বানোয়াট কথা
জানা অজানা স্বপ্ন কত তার বলি,
এমন করে কত জন হলো নিঃস্ব,
মায়ার জালে হলো ছলনার বলী।
তাই বলি,এখনো সময় আছে ভাব,
তোমায় সত্যি না মিথ্যে ভালবাসে,
না,আসে শুধু দুঃখ ঐ যন্ত্রণা তাপ
হয়তো সত্যি মন দেয় কাছে এসে।
হয়তো সত্যি ভালবাসে তা বুঝনা
দিও না’ কষ্ট যাতনা ঐ হৃদয় জুড়ে
ভালবাস বা না বাস করোনা ছলনা,
লোভ লালসা হতে থেকো ঐ দূরে।