দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করতে প্রস্তুত ইসি
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করতে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের অধ্যাদেশ জারি হয়েছে। দলীয়ভাবে নির্বাচন করার জন্য আইন পাশ করা হলে নির্বাচনী বিধিমালায় পরিবর্তন এনে নির্বাচন কমিশন দলীয়ভাবে নির্বাচন করতে প্রস্তুত।
তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচন করার আইন পাশ হলে আমাদের বিধিমালায় দুই ধরনের পরিবর্তন আনতে হবে। একটি হচ্ছে নির্বাচনী আচরণ বিধিমালায় পরিবর্তন। অন্যটি নির্বাচনী বিধিমালায় পরিবর্তন।
পৌরসভা নির্বাচন দলীয়ভাবে হবে কি না জানতে চাইলে সচিব বলেন, স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার আইনটি যদি ৭-৮ দিনের মধ্যে পাস হয়। তাহলে বিভিন্ন পরিবর্তন করে পৌরসভা নির্বাচন দলীয়ভাবে করা হবে।
সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন, গণতান্ত্রিক দেশে নির্বাচন করা সব সময় চ্যালেঞ্জিং বিষয়। তবে স্থানীয় সরকার বিভাগ থেকে দলীয়ভাবে নির্বাচনের আইন পাশ হলে আমাদের জন্য নির্বাচন করা কিছুটা সহজ হবে।