কুয়েত-মৈত্রী হাসপাতালের চিকিৎসক করোনায় আক্রান্ত
নিউজ ডেস্ক : এবার করোনায় আক্রান্ত হলেন কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের এক চিকিৎসক। আজ বিকালে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
ওই চিকিৎসক আয়ুর্বেদিক বিভাগে কর্মরত ছিলেন।
তিনি বলেন, আক্রান্ত চিকিৎসক কিছুদিন আগে এই হাসপাতালে যোগদান করেছিলেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
গতকাল রিপোর্ট পেয়েছি। সেখানে দেখা গেছে চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তিনি বর্তমানে হাসপাতালের বাইরে আছেন।
এদিকে আজ সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
এছাড়া সারাদেশে বেশ কয়েকজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
শেয়ার করুন