কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ফাঁস করার হুমকি, গ্রেপ্তার ৪
মুক্তমন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাঠিয়াপাড়া গ্রামের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২০শে এপ্রিল) দিবাগত রাতে, ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: কামরুল ইসলামের ছেলে নিশান আলী (২২), তরিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম জনি (২১), দুরুল ইসলামের ছেলে শামীম রেজা (২২) এবং সেন্টুর ছেলে হিমেল (২৩)।
তাদের সকলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাঠিয়াপাড়া গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি আজমুল হোসেন জানান, কিশোরীর সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তাকে ধর্ষণ করে গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে নিশান।
পরবর্তী বিভিন্ন সময় বন্ধুদের নিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। আর ধর্ষণের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ফাঁস করার ভয় দেখিয়ে বহুবার ধর্ষণ করে এবং টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারের কাছে।
বিষয়টি নিয়ে রবিবার ওই কিশোরীর বাবা র্যাবের কাছে অভিযোগ করলে তাদের নিজ রাড়ি থেকে গ্রেপ্তারর করা হয়। আসামিদের কাছ থেকে মোবাইল, পেনড্রাইভ ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। গোমস্তাপুর থানায় তাদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।