কামরুলকে দেশে পাঠাতে সৌদির রাজকীয় ফরমান
ডেস্ক প্রতিবেদন : সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজকীয় ফরমান জারি করেছে সৌদি আরব।
বুধবার সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ তাদের অনলাইন সংস্করণে এ খবর জানিয়েছে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু রাজনকে নির্মম নির্যাতনে পিটিয়ে হত্যা করা হয়। এ পৈশাচিক নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় শুরু হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরীর জালালাবাদ থানায় মামলা করে। প্রধান আসামি কামরুল ঘটনার পরের দিন দেশ ছেড়ে সৌদি আরব পালিয়ে যান।
শেয়ার করুন