করোনায় মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালকের মৃত্যু
মুক্তমন ডেস্ক : মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক ফখরুল কবির করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন
।
রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। চলতি মাসের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন এই কর্মকর্তা।
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। গতকাল তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
তার স্ত্রীও করোনা পজিটিভ, তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। ফখরুল কবির বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য ও যুগ্ম-সচিব। মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
শেয়ার করুন