কখনো ভাবিনি হঠাৎ থেমে যাব আমি, আমার সব।
ক্রান্তিকাল
অধ্যাপিকা তানজিম মুনমুন
কখনো ভাবিনি হঠাৎ থেমে যাব আমি, আমার সব।
কখনো ভাবিনি খেলার মাঠে কোন খেলোয়াড় থাকবে না।
পার্কে থাকবে না কোন বাদাম ক্রেতা, বিক্রেতা।
শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যাবে কোলাহলমুক্ত।
ভেবে দেখিনি যে কফি হাউজ হবে আড্ডাশূন্য।
কতদিন রাস্তার পাশে চায়ের কাপে ঝড় ওঠে না।
ভেবে দেখিনি আমার শহর আইয়ুব বাচ্চুর সেই ঘুমন্ত শহরে পরিনত হবে।
ভাবতে পারিনি যে তোমার সাথে আমার দেখা হবে না অনন্তকাল।
সুহৃদ কী কখনো ভেবেছে সে তার প্রিয়ার মুখ আর দেখতে পারবে না।
কখনো ভাবিনি লাল-সাদা শাড়ি পড়ে তোমার হাত ধরে রমনার বটমূলে হাটতে পারব না।
কখনো ভাবিনি সমুদ্রের পাড় হবে জনশূন্য।
সুদর্শনা লোনা জলে পা ভেজাতে পারবে না,
কেবল মাছেরাই খেলা করবে জলে।
ভাবতে পারিনি কখনো নতুন বেকারদের মাঝে পুরাতনদের আগমন ঘটবে।
ভাবতে পারিনি প্রভাবশালীরা পরাজয়কে মেনে নিবে, হয়ে যাবে অসহায়।
ভেবে দেখিনি যে মানুষ হবে বন্দি আর পাখি হবে মুক্ত।
কখনো ভাবিনি নিঃশ্চল হয়ে যাবে আমার প্রিয় শহর।
কখনো ভাবিনি এভাবে স্হবির হয়ে যাবে আমার পৃথিবী।