একীভূত হলো ২ ট্রাইব্যুনাল
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইটি থেকে কমিয়ে একটি করা হয়েছে। এর মাধ্যমে একীভূত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২।
মঙ্গলবার বিকেলে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এ প্রজ্ঞাপনে সই করেন।
এতে বলা হয়, মামলার সংখ্যা বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক (চেয়ারম্যান),
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর বিচারপতি শাহিনুল ইসলাম (সদস্য) ও সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর (সদস্য) নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ পরিচালনা করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপর ট্রাইব্যুনাল অগঠিত অবস্থায় থাকবে।